বরিশালে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৪
বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ২৫ শতাংশ লোকের করোনা পজিটিভ বলে জানিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার। অর্থাৎ করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়েছে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, নতুন ৪৪ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬০৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। বরিশাল জেলায় নতুন ৩২ জন নিয়ে ৬ হাজার ৬৫০ জন, পটুয়াখালীতে নতুন কেউ শনাক্ত হয়নি। এই জেলায় মোট আক্রান্ত ২ হাজার ১২৩ জন। ভোলায় নতুন ৭ জন নিয়ে ১ হাজার ৭৬৮ জন, পিরোজপুরে নতুন দুইজন নিয়ে ১ হাজার ৫৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরগুনায় নতুন কেউ শনাক্ত হয়নি। এই জেলায় মোট আক্রান্ত ১ হাজার ২১৩ জন এবং ঝালকাঠিতে নতুন তিনজন নিয়ে ১ হাজার ২৭১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯১১ জন।
বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৬৫ জন। এর মধ্যে বরিশালে ১১২ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৪ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন এবং ঝালকাঠিতে ২৪ জন।
বিজ্ঞাপন
বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, জেলায় ২৪ ঘণ্টায় যে তিনজন মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বয়স ৬০ বছরের ওপরে। এর মধ্যে বাবুগঞ্জ উপজেলার মাহাবুবুর রহমান (৫৬), বরিশাল সিটি কর্পোরেশনের স্ব-রোডের বাসিন্দা মশিউর রহমান (৬২) এবং বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা হাজী মোজাম্মেল হোসেন (৮৫)। তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ দশমিক ৫৩ শতাংশ রোগীর করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৩৬ জন নেগেটিভ ও ৪৮ জন পজিটিভ।
এ সময় করোনা ইউনিটে ৭ জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে দুইজন করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে কেউ মৃত্যুবরণ করেনি। হাসপাতালের করোনা ইউনিটে ৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ৫৪ জন উপসর্গ নিয়ে ভর্তি এবং ২৫ জন করোনা রোগী। এর আগের ২৪ ঘন্টায় পরীক্ষা করাতে আসা উপসর্গধারী রোগীর মধ্যে ১৯ দশমিক ৬৮ শতাংশ থাকলেও বিগত ২৪ ঘণ্টায় সেই হার বেড়ে ২৫ দশমিক ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এসপি