উদ্ধার করা ফেনসিডিল এবং অটোরিকশাচালকের মরদেহ

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলবাহী পিকআপভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হয়েছেন।

রোববার (২ মে) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কানাগাড়ি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই পিকআপভ্যান থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

নিহত শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার আমবাগান এলাকার শুরুজ আলীর ছেলে। ঘোড়াঘাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন,‘সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর থেকে একটি পিকআপভ্যান গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় অটোতে করে রানীগঞ্জ বাজার থেকে কাঠের খড়ি দিয়ে বাসার দিকে যাওয়ার সময় কানাগাড়ি এলাকায় পিকআপভ্যান ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলে শফিকুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা ওই পিকআপটি আটক করে অটোতে থাকা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে পুলিশ গিয়ে পিকআপভ্যান থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে পিকআপের চালক ও সহকারী পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, পিকআপভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মাহাবুর রহমান/এসপি