বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ খান

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের উপ-আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (২ মে) ভোর ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাই শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বাদ আসর শিবালয় উপজেলার মালুচী হাই স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে তার নিজ গ্রাম ঘোনাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সোহেল হোসেন/এসপি