মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েও দোকান খুলে ব্যবসা পরিচালনা করছিলেন মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী। খবর পেয়ে তার দোকান বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাকে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শহরের হোটেল বাজার এলাকার সৌখিন স্টোরের মালিক। 

মঙ্গলবার (০৪ মে) দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার দোকান বন্ধ করে দেন। 

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব  সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।  

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস জানান, শহরের হোটেল বাজার এলাকার সৌখিন স্টোরের মালিক মোহাম্মদ আলী করোনা সংক্রমণ নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। খবর পেয়ে আমরা ওই দোকানে অভিযান চালাই। পরে ঘটনার সত্যতা পেয়ে দোকান বন্ধ করে দেই। করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাকে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

মোহাম্মদ মিলন/আরএআর