উদ্ধারকৃত নবজাতক

হবিগঞ্জ শহরের একটি ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসার জন‌্য শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শহরের মোহনপুর থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। 

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হবিগঞ্জ শহরে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে ড্রেন দিয়ে একদিনের একটি নবজাতক ভেসে এসে শহরের মোহনপুরে ময়লার মধ‌্যে আটকে যায়। এ সময় স্থানীয় লোকজন নবজাতকটিকে উদ্ধার করে দেখেন জীবিত আছে। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকটিকে দেখতে অনেকেই সদর হাসপাতালে ভিড় করেছেন। 
 
স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে সন্তানটি অবৈধ। বৃষ্টির মধ্যে কোনো নারী নবজাতকটিকে ড্রেনের পানিতে ফেলে দিয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, উদ্ধারকৃত নবজাতকটি ছেলে সন্তান। যেহেতু সে মানব সন্তান, তাকে বাঁচিয়ে রাখা দরকার। কোনো দম্পতি তাকে দত্তক নিতে চাইলে পুলিশ সহযোগিতা করবে। 

মোহাম্মদ নুর উদ্দিন/আরএআর/জেএস