সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

ভারতফেরত ছয় বাংলাদেশিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনার ভারতীয় ধরন রয়েছে কি-না তা পরীক্ষা করে দেখা হবে। এছাড়া তাদের হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (০৪ মে) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভারত থেকে আসা ছয় বাংলাদেশিকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার (০৫ মে) স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ হবে।

জানা যায়, করোনার ভারতীয় ধরন ঠেকাতে সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতে আটকে পড়া কোনো বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ২২ এপ্রিল আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, স্থলবন্দর দিয়ে কেউ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে অবশ্যই সরকারের নির্দেশনা অনুসারে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য স্থলবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তুহিন আহমদ/এএম