কৃষকের নামে সার উত্তোলন করে বিক্রি, কৃষি কর্মকর্তাসহ বদলি ৩
ভুঞাপুর কৃষি অফিস
কৃষকের নামে সার উত্তোলন করে বিক্রির অভিযোগে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, পরিছন্নতাকর্মী ও নিরাপত্তা প্রহরীকে অন্যত্র বদলি করা করেছে।
তারা হলেন ভুঞাপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, অফিসের পরিছন্নতাকর্মী মানিক তালুকদার ও তার ভাই নিরাপত্তাপ্রহরী সোহাগ তালুকদার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ মে ) জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আহসানুল বাসার স্বাক্ষরিত চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বদলিকৃত কর্মচারীদের আগামী ৫ মের মধ্যে কর্মস্থল ছাড়তে হবে। অন্যথায় ৬ মে তাদের বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হবে।
বিজ্ঞাপন
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন রাসেল বলেন, বদলিকৃতদের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল। তবে তাদের সাধারণ নিয়ম অনুযায়ী বদলির আদেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরি করলে বদলি হবেই।
তবে কয়েকদিন আগে বদলিকৃতদের বিরুদ্ধে কৃষকের নামের কার্ড দিয়ে সার উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছিল। এরই মধ্যে তাদের বদলি করা হলো।
অভিজিৎ ঘোষ/এএম/এমএইচএস