১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু
দীর্ঘ ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে পদ্মায় ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত পৌনে ১০টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় ছয় শতাধিক যানবাহন সিরিয়ালে রয়েছে। পর্যায়ক্রমে যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে।
আরএআর
বিজ্ঞাপন