স্ত্রী মারা যাওয়ায় স্বামীর আত্মহত্যা
স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
রংপুরের পীরগাছায় স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বাবু মিয়া (১৮) নামের এক যুবক।
বাবু মিয়া পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানি গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। বুধবার (০৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামে বিয়ে করেন বাবু মিয়া। পরে ঘরজামাই হয়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন।
১৫ দিন আগে তার স্ত্রী সুমি আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনার পর নিজের গ্রামে বাবা-মায়ের কাছে ফিরে আসেন বাবু মিয়া। কিন্তু কোনোভাবেই স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না। মঙ্গলবার (০৪ মে) রাতের কোনো এক সময়ে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন।
বিজ্ঞাপন
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এএম