কানসাট আম বাজার ঘিরে মহাসড়কে তীব্র যানজট
দেশের সবচেয়ে বড় আম বাজারগুলোর মধ্যে অন্যতম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। সেখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক ট্রাক আম। বাজারের এই ব্যস্ততা ঘিরে প্রতিদিন সোনামসজিদ মহাসড়কের প্রায় তিন থেকে চার কিলোমিটার সড়কের একপাশে সারি সারি আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে থাকে। এতে মহাসড়কে যানচলাচলের বিঘ্ন ঘটার পাশাপাশি তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই পথের যাত্রীরা।
এদিকে প্রশাসন নীরব থাকার কারণে যানজট দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমন অবস্থা থেকে মুক্তি চেয়ে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।
বিজ্ঞাপন
শামীম উদ্দিন নামে এক আম চাষি বলেন, বাজারে পর্যাপ্ত জায়গা না থাকায় চাষিরা রাস্তার দুপাশে আম নিয়ে দাড়িয়ে থাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আম ব্যবসায়ী শরিফ বলেন, এই সড়কে অনেক যানজট হয়। বাজারে ডুকতে প্রায় দুই-তিন ঘণ্টা লাগে।
ভ্যান গাড়িতে করে আম নিয়ে আসা ভ্যানচালক জামান বলেন, আমরা এই বাজারে প্রতিদিন আম নিয়ে আসি। কয়েক ঘণ্টা জ্যামে পড়ি থাকি। খুব কষ্ট হয় আমাদের।
কানসাট আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, আমরা একটি বড় সমস্যায় রয়েছি। এই আম বাজারে ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তার ওপর আম বেঁচাকেনা হয়। একটি গাড়িকে দুই কিলোমিটার যেতে ৩ থেকে ৪ ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়।
তিনি বলেন, কানসাট আম বাজার প্রতি বছর ইজারা পায় দুই কোটি টাকার বেশি। সেক্ষেত্রে আমরা আধুনিক আম বাজারের দাবি করেছিলাম। যদি একটি আধুনিক আম বাজার হয় ও সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চারলাইন রাস্তা করা হয় তাহলে যানজট কমবে।
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, কানসাট একটি বড় আম বাজার। আমের মৌসুম উপলক্ষ্যে এই এলাকায় যানজট দেখা যায়। তবে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা যানজট নিরসনে কাজ করছে। এই সড়কটি চার লেনের হলে যানজট নিরসন হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হামিদুল ইসলাম বলেন, কানসাট আম বাজার এলাকায় যানজট নিরসনের জন্য আমাদের ৪-৫ সদস্যের একটি টিম প্রতিদিন কাজ করছে। কিন্তু আম বাজারটি সোনামসজিদ মহাসড়ক সংলগ্ন হওয়ায় অনেক সময় যানজট নিরসনে বেগ পেতে হয়। তবে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএ