কুষ্টিয়ার কুমারখালীতে শয়নকক্ষ থেকে ৩৮টি ডিমসহ একটি বিষধর (গোখরা) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বাড়ির মালিক নিজেই সাপটি উদ্ধার করেন।

এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জলিল উদ্দিনের ছেলে।

জালাল উদ্দিন বলেন, দুপুরে শয়নকক্ষে খাটের নিচে একটি সাপ দেখতে পাই। এরপর স্বজন ও প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে সাপটি মেরে ফেলি। তিনি আরও বলেন, সাপ মেরে ঘরের মেঝের মাটি খুঁড়ে ৩৮টি ডিম পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করেছি।

অপরদিকে সাপ ও ডিমের চাঞ্চল্যকর ঘটনা মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষ একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমায়।

সেখানে আসা কয়েকজন বলেন, গোখরা বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি আশপাশে অবস্থান করে। উদ্ধার হওয়া সাপটি গোখরা। এটি বিষধর সাপ। এ সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে।

রাজু আহমেদ/এসএসএইচ