পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়ার রোগীরা

পটুয়াখালীর দশমিনায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মো. নয়া মল্লিক (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। শনিবার (০৮ মে) দুপুরে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, শুক্রবার (০৭ মে) দুপুর দেড়টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মো. নয়া মল্লিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এতে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন। 

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৪২ জন। এছাড়াও এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৬ জন। জেলায় আইভি ১০০০ সিসি স্যালাইন ১০ হাজর ৫২৪টি ও ৫০০ সিসির স্যালাইন ৬ হাজার ৭৭৪টি মজুত রয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর