করোনাভাইরাস বিস্তার রোধে শনিবার (৮ মে) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকার সরকারি নির্দেশনার মধ্যেও যাত্রী চাপে বিশেষ বিবেচনায় তিনটি ফেরি চলেছে।

এরুপ পরিস্থিতি বিবেচনা করে রোববার সকাল থেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। 

তিনি বলেন, গত দুই দিনের পরিস্থিতি বিবেচনা করে বিজিবি মোতায়েনের স্বিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিজিবি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তারা ভোর থেকে সেখানে কাজ করবে। তাদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও কাজ করবে। 

তিনি আরও বলেন, মানুষ ছাড়াও ব্যক্তিগত গাড়িও ঘাটে প্রবেশ করতে দেওয়া হবে না। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে। যাতে কোনো ছোট যানবাহন যেমন, প্রাইভেট, মাইক্রোবাস ইত্যাদি প্রবেশ করতে না পারে ঘাট এলাকায়। শুধু অ্যাম্বুলেন্স পারাপার করা হবে দিনে। আর সন্ধ্যার পর যথারীতি পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে।

এমএএস