মাওলানা জয়নুল ইসলাম

সিলেটের জকিগঞ্জ উপজেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (০৮ মে) দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাওলানা জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এবং উপজেলার বারহাল ইউনিয়নের মৃত মাওলানা সফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (০৭ মে) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার শহরের একটি লাইব্রেরি থেকে তাকে আটক করা হয়। পরে চলতি বছরের ২০ এপ্রিল দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় আরও ৫৫ জন আসামি রয়েছে। ওইদিন হেফাজতের নেতাকর্মীরা জকিগঞ্জে মিছিল বের করেন। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা নাশকতার পরিকল্পনা করেন। এ কারণে তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা করা হয়।

জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম ঢাকা পোস্টকে বলেন, গত মাসের একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তুহিন আহমদ/আরএআর