পাবনার সাঁথিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া ও নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাগডেমড়া ইউনিয়নের পাতাইলহাট গ্রামের জয়নুলের ছেলে ইমরান (১৮) এবং শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামের আকতার আলী মৃধার দশম শ্রেণিপড়ুয়া ছেলে আরিফ হোসেন (১৫)। 

স্থানীয়রা জানান, অভাবের তাড়নায় গরিব অসহায় বাবাকে সাহায্য করার জন্য শাহজাদপুর থেকে সাঁথিয়ার করমজা ইউনিয়নের আফড়া গ্রামে জাহেদ আলী সর্দারের বাড়িতে কাজ করতে আসে দশম শ্রেণিপড়ুয়া আরিফ হোসেন। জমিতে বাঙ্গি তোলার এক পর্যায়ে বজ্রপাতে সে মারা যায়।

এদিকে নিজেদের জমিতে ভোরে বেগুন তুলতে গিয়েছিলেন ইমরান। মেঘের ডাক শুনে বেগুনের ঢাকি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার পর বজ্রপাতে মারা যান তিনি।

খবর পেয়ে পাবনা জেলা প্রশাসকের নির্দেশে সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান হিসেবে দেন। 

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাকিব হাসনাত/এসপি