নতুন জামা পেয়ে তারা সবাই খুব খুশি

২৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দিয়েছে কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া'। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এই ঈদ উপহার বিতরণ করেন গ্রুপের সদস্যরা। ঈদের আগে নতুন পোশাক পেয়ে খুবই খুশি সুবিধাবঞ্চিত এসব শিশু।

নতুন জামা নিতে আসা শিশু সুরাইয়া ঢাকা পোস্টকে জানায়, আর তিন দিন পরেই ঈদ, কিন্তু বাবা তার জন্য নতুন কোনো জামা কিনতে পারেননি, তাই এই জামা পেয়ে তার খুবই খুশি লাগছে।

জামা নিতে আসা শিশু মুস্তাকিম বলে, তার বাবা অসুস্থ, তাই তার বাবার এই ঈদে টাকা রোজগার করতে পারেনি। সে জন্য তাকে ঈদের নতুন জামা কিনে দিতে পারবে না, এই কথা শুনে তার মন খারাপ ছিল। এখন এ নতুন জামা পেয়ে তার যে কী আনন্দ!

ঈদ উপহার জামা বিতরণের সময় ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এস এম রায়হান ঢাকা পোস্টকে বলেন, শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র কার্যক্রম। এবার উপজেলার বিভিন্ন এলাকার গিয়ে ২৭০ জন শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। দরিদ্র পরিবারের শিশুদের ঈদের নতুন জামা দেওয়া হবে জানিয়ে ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপে পোস্ট করা হলে সদস্যদের ব্যাপক সাড়া পড়ে।

তিনি বলেন, অনেক সদস্যই নিজ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্থ দিয়েছেন। কেউ কেউ নতুন জামা কিনে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। পাকুন্দিয়া উপজেলাবাসীর এমন সাড়া না পেলে আমাদের এই আয়োজন এত বড় করে করতে পারতাম না।

গ্রুপের আরেক অ্যাডমিন ঈদ উপহার বিতরণের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, আমাদের আয়োজন সামান্য হলেও, তা দেখে সমাজের কিছু মানুষ নিজ নিজ এলাকায় এমন আয়োজন করলে ছিন্নমূল, সুবিধাবঞ্চিত এসব শিশুও মেতে উঠবে ঈদের আনন্দে।

সমাজের সামর্থ্যবানদের প্রতি তিনি আহ্বান করেন, আসুন, যার যার অবস্থান থেকে এসব শিশুর জন্য কাজ করি। তাদের সমাজের মূলস্রোতে নিয়ে আসি। আর তাহলেই গড়ে উঠবে সত্যিকারের সাম্যের বাংলাদেশ।

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও ভয়েস অব পাকুন্দিয়ার অ্যাডমিন এসকে রাসেল, বিডি ক্লিন কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ও ভয়েস অব পাকুন্দিয়ার মডারেটর এনামুল হক হৃদয়, ভয়েস অব পাকুন্দিয়ার মডারেটর শাহরিয়ার হৃদয়, সোহানুর রহমান আল আমিন, মাহমুদুর রহমান আফ্রিদ প্রমুখ।

এসকে রাসেল/এনএ