ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নৌপথে সবগুলো ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (১২ মে) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার (১১ মে) বিকেল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ঘরমুখী যাত্রীদের চাপ বেড়ে যায়। এ ছাড়া সাধারণ পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপও বাড়ে। ফলে যাত্রী ও যানবাহনের চাপ কমাতে পাটুরিয়ায় সকাল থেকেই ১৭টি ফেরি চলাচল করছে। 

তিনি আরও বলেন, রাতের দিকে ঘাট এলাকায় যাত্রীদের বেশ চাপ ছিল। তবে সকাল থেকে যাত্রীদের তেমন চাপ নেই।

সোহেল হোসেন/এসপি