নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে গাড়ির চাপ ও যানজট থাকলেও সকালেই তা স্বাভাবিক হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার মহাসড়কে যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। অনেকটা ফাঁকা সড়কেই চলছে যানবাহন। 

এর আগে ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (১২ মে) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট শুরু হয়। মেঘনা সেতুর টোল প্লাজা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়। দিনভর দীর্ঘ যানজটে আটকে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 

সরেজমিনে আজ এর উল্টো চিত্র দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের কোনো চাপ নেই। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। অনেকটা ফাঁকা রয়েছে সড়ক।

এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে যানবাহনের চাপ নেই। কোনো যানজটও। মাঝে মধ্যে কিছু গাড়ি চলছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়েও কম। রাতে যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে মহাসড়ক অনেকটাই ফাঁকা।

শেখ-ফরিদ/আরএআর