পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীর অপেক্ষায় ফেরি

স্বজনদের সঙ্গে ঈদ করতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ। গত কয়ক দিন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে এখন সেই চিত্র পুরোটাই উল্টো। পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীর অপেক্ষায় প্রহর গুনছে ফেরি।

বৃহস্পতিবার (১৩ মে)  বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

জিল্লুর রহমান বলেন, সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রী তেমন চাপ নেই। ঘাটের ট্রাক টার্মিনালের ট্রাক পারপার প্রায় শেষের দিকে। তবে কিছু ঘরমুখো যাত্রী এখনও নৌপথ পারাপারের জন্য ঘাটে আসছেন। 

তিনি জানান, যাত্রী ও যানবাহনের অপেক্ষায় ফেরিগুলো ঘাটের পন্টুনে নোঙর করে রাখা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি চলাচল করছে। 

সোহেল হোসেন/আরএআর