হজরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদ

রাজশাহী নগরীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার (১৪ মে) সকাল ৮টায়। গতবারের মতো এবারও হজরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

করোনা পরিস্থিতির কারণে হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে হচ্ছে না ঈদের জামাত। ওই জামাতে ইমামতি করতেন নগরীর জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শাহাদত আলী। দরগা মসজিদের মসজিদের প্রধান ঈদ জামাতে তিনিই ইমামতি করবেন।

নগরীর রানীবাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. শাহাদত আলী। এ মসজিদের ঈদ জামাতে তার ইমামতি করার কথা ছিল। জেলা প্রশাসনের অনুরোধে তিনি প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারও স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায় করতে হবে। প্রত্যেক মসজিদ কমিটি এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে নিজেদের সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা।

রাজশাহী জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের নামাজের জন্য এবারও সবাইকে বাড়ি থেকেই অজু করে যেতে হবে। পাশাপাশি বাড়ি থেকে জায়নামাজ নিয়ে যেতে হবে।

তবে মসজিদ কমিটি মসজিদের সামনে হাত ধোয়ার ব্যবস্থা রাখবে। সরকারি নির্দেশনা মেনে ঈদুল ফিতর উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম