ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মসজিদে তিন জামাত
করোনা পরিস্থিতির কারণে এবারও ময়মনসিংহে ঈদের প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এখানে ঈদুল ফিতরের তিনটি জামাত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৮টায়। এরপর সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহের প্রতিটি মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত। ইতোমধ্যে মসজিদের সামনে হাত ধোয়ার ব্যবস্থাসহ সরকারি নির্দেশনা মেনে জামাত অনুষ্ঠানের জন্য কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, নগরীর আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টায়, বড় মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায় এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এমএএস