সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৭ জনে দাঁড়াল। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭ জন।

শুক্রবার (১৪ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। এর মধ্যে সিলেটের ৪০, মৌলভীবাজারের ছয়, হবিগঞ্জের তিন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের একজন।

এ নিয়ে আক্রান্ত ২১ হাজার ৪৪২ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেটের ১৩ হাজার ৮৭১, সুনামগঞ্জের দুই হাজার ৭৬১, হবিগঞ্জের দুই হাজার ৪৩২ ও মৌলভীবাজারে দুই হাজার ৩৭৮ জন।

সুস্থ হওয়া ৭১ জনের মধ্যে সিলেটের ৫৭, সুনামগঞ্জের দুই ও মৌলভীবাজারের ১২ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ হাজার ৩১৯ জন। এর মধ্যে সিলেটের ১৩ হাজার ৪৬২, সুনামগঞ্জের দুই হাজার ৬৮৮, হবিগঞ্জের এক হাজার ৯২৩ ও মৌলভীবাজারের দুই হাজার ২৪৬ জন।

হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচজন। সবমিলে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮২ জন। এর মধ্যে সিলেটে ১৬৭, সুনামগঞ্জে তিন, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে একজন।

মৃত ৩৭৭ জনের মধ্যে সিলেটের ৩০২, সুনামগঞ্জের ২৮, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ২৯ জন।

তুহিন আহমদ/এএম