দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় কামাল হোসেন (৩৯) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পার্বতীপুর জিআরপি থানার এসআই আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩ জানুয়ারি) বেলা দুইটায় উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির সামনে রজনীগন্ধা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল বিরামপুর উপজেলার লটকুমারী প্রয়াগপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

এ বিষয়ে এসআই আবু সাঈদ ঢাকা পোস্টকে জানান, রোববার বেলা দুইটায় সময় কামাল মোটরসাইকেল চালিয়ে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় তার মোটরসাইকেল রেল ক্রসিংয়ের লাইনের ওপর বন্ধ হয়ে যায়।

এসআই আরও বলেন, এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। পার্বতীপুর রেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএ