বৈ‌রী আবহাওয়ার কার‌ণে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ র‌য়ে‌ছে। রোববার (১৬ মে) বি‌কেল ৫টার দি‌কে দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায় বাতা‌সের তীব্রতা বৃ‌দ্ধি পে‌লে ফে‌রি চলাচল ব‌ন্ধের সিধান্ত নেয় বিআইড‌ব্লিউ‌টি‌সি কর্তৃপক্ষ।

বিআইড‌ব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া কার্যাল‌য়ের উপ মহাব্যবস্থাপক মো. ফি‌রোজ শেখ ঢাকা পোস্টকে ব‌লেন, পদ্মা নদী‌সহ আশেপা‌শের এলাকায় বাতা‌সের তীব্রতা বৃ‌দ্ধি পে‌লে দুর্ঘটনার আশঙ্কায় সবগু‌লো ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়।

ফে‌রি চলাচল বন্ধ থাকার কার‌ণে ঈদ ফেরত ঢাকামুখী যাত্রীরা চ‌রম বিপা‌কে প‌ড়ে‌ছেন। তবে কখন ফে‌রি চলাচল শুরু হ‌বে এ বিষয়ে জানা‌তে পা‌রে‌নি বিআইড‌ব্লিউ‌টি‌সি কর্তৃপক্ষ।

মীর সামসুজ্জামান/এমএএস