ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল ফোন চুরির অপবাদে এক শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ মে) রাতে নির্যাতনের ঘটনা ঘটলেও রোববার (১৬ মে) রাতে নির্যাতনের একটি ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

নির্যাতনের শিকার শিশুর খালা ফরিদা ইয়াসমিন বলেন, ওর বাবা নেই। পশ্চিম মেরাসানী গ্রামে নানা বাড়িতে থাকে। শনিবার সন্ধ্যায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় বাবু, রুবেল, মান্না নামে কয়েকজন। পরে রাতভর ওকে আটকে রেখে নির্যাতন করে। পরে ওকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
 
সিঙ্গারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আলী আজগর জানান, মোবাইল ফোন চুরির ঘটনার জেরে শিশুটিকে নির্যাতন করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। 

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখে পুলিশ নির্যাতনকারীদের ধরতে অভিযানে নেমেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে।

আজিজুল সঞ্চয়/এসপি