ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে থাকা দক্ষিণবঙ্গের মানুষের চাপ বেড়েছে বাংলাবাজার ঘাটে। দক্ষিণবঙ্গের ২১ জেলার হাজার হাজার মানুষ ও যানবাহন পারাপারে বাংলাবাজার ঘাটে চালু রয়েছে ১৭টি ফেরি।

সোমবার (১৭ মে) সকাল থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে চরম ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ঘাট সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকামুখী মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। তবে ঘরমুখী মানুষের চাপ কমেছে। সবগুলো ঘাট চালু থাকায় শিমুলিয়া থেকে এক যোগে তিন-চারটি ফেরি স্বল্প সংখ্যক যাত্রী ও হালকা যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটে আসছে। বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী হাজার হাজার যাত্রী নিয়ে শিমুলিয়ার দিকে ছেড়ে যাচ্ছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে এ মুহূর্তে ১৭টি ফেরি সচল রয়েছে।

মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকামুখী যাত্রীদের চাপও আজ বেশি। তাই আমরা সকল ফেরি সচল রেখেছি।

নাজমুল মোড়ল/এসপি