স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আমানুল্লা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষকের নাম কাজল চন্দ্র দাস (৫৫)। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের ইন্দুরসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে, রোববার বিকেলে পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদার (৪০) স্কুলশিক্ষক কাজলকে পিটিয়ে আহত করেন। পুলিশ অভিযুক্ত শান্তকে সোমবার (১৭ মে) সকাল ৬টার দিকে গ্রামের বাড়ি থেকে আটক করেছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলের দিকে জুয়া খেলার পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদারের (৪০) সঙ্গে স্কুলশিক্ষক কাজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত উত্তেজিত হয়ে স্কুলশিক্ষক কাজলকে পিটিয়ে আহত করেন। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেন। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে রাতেই শান্তকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য কাজলের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
হাসিব আল আমিন/এসপি