নরসিংদীতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত ৩
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শফিকুল ইসলাম নামে (২৫) আরও একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন নিহত হলেন।
শফিকুল ইসলাম কাচারিকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে। এর আগে সকালে শহিদ মিয়া (৩০) ও সোমবার (১৭ মে) সন্ধ্যায় ইয়াছিন মিয়া (১৩) নিহত হন।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কাচারিকান্দি গ্রামের মনার বাড়ি ও ফাজিলা বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে এ পর্যন্ত দুই পক্ষের ৪০ জন আহত হন। গুলিবিদ্ধ ইয়াছিন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোরে টেঁটাবিদ্ধ হয়ে শহিদ মিয়া নিহত হন। দুপুরে শফিকুলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বিজ্ঞাপন
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, দুদিনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ পর্যন্ত ছয়জনকে আটক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রাকিবুল ইসলাম/এএম