গাজীপুরের টঙ্গীতে নয় বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অপরাধে এক দম্পতিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। গ্রেফতার দেলোয়ার হোসেন (৪০) ও জেসমিন (৩৫) দম্পতি টঙ্গী মিল গেট এলাকায় আবু শাকেরের বাসায় ভাড়া থেকে ট্রান্সপোর্ট ব্যবসা পরিচালনা করেন।

নির্যাতিতা শিশু ফারজানা আক্তার মিম (৯) নোয়াখালীর সোনাইমুড়ির রাজারামপুরের মো. আনিসুর রহমানের মেয়ে।

মো. আনিসুর রহমান জানান, আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। এ কারণে প্রায় দেড় বছর আগে এক আত্মীয়ের মাধ্যমে দেলোয়ার-জেসমিন দম্পতির বাসায় পড়ালেখার পাশাপাশি কাজের জন্য মেয়েকে পাঠানো হয়। কিন্তু তারা আমার মেয়েকে লেখাপড়া না করিয়ে বাসার সাংসারিক কাজ করাতেন। কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলেই তার ওপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন।

তিনি বলেন, আমি ফোনে আমার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা বিভিন্ন অজুহাতে কথা বলতে দিত না। এক পর্যায়ে তাদের নির্যাতনে মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হলে তারা ঢাকা থেকে একটি মাইক্রো করে আমার গ্রামের বাড়ির পাশে রেখে চলে যান। আমি আমার মেয়েকে পাওয়ার পর তার শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন দেখে এসবের কারণ জানতে চাইলে সে আমাকে এসব কথা বলে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি মো. শাহ্ আলম জানান, টঙ্গী মিল গেট এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়েছে। মেয়েটির শরীরের বিভিন্নস্থানে নির্যাতনের আলামত রয়েছে। নির্যাতনের অভিযোগে ভিক্টিমের বাবা বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে মামলা করেছেন। নির্যাতিত শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শিশুটির মাথাসহ শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শিহাব খান/এমএএস