ফরিদপুরের মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত নড়াইলের তিন তরুণের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাদের নড়াইল পৌরসভা কবরস্থানে দাফন করা হয়।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ নিহতের পরিবারের আত্মীয়-স্বজন, এলাকাবাসী জানাজায় অংশগ্রহণ করেন।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু দেখে ফেরার পথে নড়াইল ভাটিয়াপাড়া মাওয়া সড়কের নগরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার গাজী আমিনুর রহমানের ছেলে রাউফুর রহিম রাফি (২২), লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম নজরুল জমাদ্দারের ছেলে তুর্য (২২) ও নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সান (২৩)।

জানা গেছে, ঈদের আনন্দ উদযাপনে আট বন্ধু নড়াইল থেকে সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত তিনজনই ২০১৬ সালে নড়াইল সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মোহাম্মদ মিলন/এএম