সাংবাদিক রোজিনাকে হেনস্তা: দ্বিতীয় দিনের মতো জেলায় জেলায় প্রতিবাদ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৯ মে) দিনের বিভিন্ন সময়ে এসব কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
রংপুর
রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও সাজানো মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করে প্রগতিশীল ছাত্রফ্রন্ট। এ ছাড়া গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহিত প্রকাশ করে অংশ নেন।
খুলনা
রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা। অনুরূপভাবে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বাংলাদেশ গণশিল্পী সংস্থার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
বিজ্ঞাপন
বরিশাল
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ২০টিরও বেশি সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন। বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল প্রেসক্লাব, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব, এনডিবিএ, বাম গণতান্ত্রি জোট, টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশন, আগৈলঝাড়া প্রেসক্লাব, বানারীপাড়া প্রেসক্লাব, হিজলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বরিশাল অনলাইন প্রেসক্লাব, ফটোসাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, এয়ারপোর্ট প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সোসাইটি, ফটোসাংবাদিক ঐক্য পরিষদ, তরুণ সাংবাদিক ঐক্য পরিষদ, সাংবাদিক পরিষদ প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে। কর্মসূচিতে স্থানীয়, জাতীয় সংবাদমাধ্যমে কর্মরত কয়েক শ সাংবাদিক অংশ নেন।
সিলেট
রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানান। সেই সঙ্গে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান সিলেটে কর্মরত নারী সাংবাদিকরা। বুধবার সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৪টায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট আহ্বায়ক কমিটির ব্যানারে তারা এই দাবি জানিয়েছেন। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ
নিজেদের লুটপাট ও দুর্নীতি ঢাকতে যারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তারা লুটেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোসর। এমনটা আখ্যা দিয়েছেন ময়মনসিংহের বিক্ষুব্ধ সাংবাদিক নেতারা। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে বেলা ১১টায় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি। এ সময় সাংবাদিকরাসহ বিভিন্ন পেশাজীবীরা মানববন্ধনে অংশ নেন।
বরিশাল
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনের বিচারের দাবিতে বরিশাল নগর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এতে সাংবাদিকদের সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ ছাড়া মেট্রোপলিটন প্রেসক্লাব, বাসদ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করে।
কুষ্টিয়া
রোজিনা ইসলামের ওপর অমানবিক নির্যাতন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে কুমারখালী বাসস্ট্যান্ডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
পাবনা
রোজিনা ইসলামকে আক্রোশমূলকভাবে হেনস্তা, শারীরিকভাবে নির্যাতন, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে পাবনা প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, প্রথম আলো বন্ধু সভাসহ নানা সংগঠন বুধবার দুপুর ১২টার দিকে শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। সমাবেশে প্রথম আলো বন্ধুসভার সদস্য, সংস্কৃতি ও সমাজকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
চাঁদপুর
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্যরাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মী ও পেশাজীবীরা অংশ নেন।
বাগেরহাট
রোজিনা ইসলামকে হেনস্তা, গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বাগেরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী, দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
পটুয়াখালী
রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক-শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব দুমকির উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
সিরাজগঞ্জ
রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবি ও মামলা প্রত্যাহার এবং স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম এবং তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের শহীদ নাজমুল চত্বরে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকরা ও সাংবাদিক নেতারা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ
রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
কুড়িগ্রাম
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে বুধবার সকালে জেলার ফুলবাড়ী, উলিপুর, রাজারহাট ও নাগেশ্বরী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ফুলবাড়ী উপজেলায় বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদরের তিনকোনা মোড়ে গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
চুয়াডাঙ্গা
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার সংবাদকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
নাটোর
রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের ও কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সকালে শহরের কানাইখালী এলাকায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে মানববন্ধন করেছেন নাটোরের সাংবাদিকরা। অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বান্দরবান
রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। বান্দরবানে কর্মরত সাংবাদিক ব্যানারে কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
নরসিংদী
রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা, নির্যাতন ও মামলা দেওয়ার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার উপজেলা মোড়-সংলগ্ন প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ। এ সময় মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা নরসিংদী, মুক্তধারা নাট্য সম্প্রদায়, নরসিংদী প্রেসক্লাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
লালমনিরহাট
রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে প্রেসক্লাব লালমনিরহাট, মফস্বল সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক সোসাইটিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
ঝালকাঠি
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে ঝালকাঠিতে দুটি মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার পর ঝালকাঠি প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজিত প্রথম মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধুসভা, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, মানব কল্যাণ সোসাইটি, ৭১-এর চেতনা, প্রতিবাদী নাগরিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এরপর বেলা ১১টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি আরও একটি মানববন্ধনের আয়োজন করে।
বগুড়া
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটক করায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই দাবি জানায় বগুড়া সাংবাদিক ইউনিয়ন। বুধবার সকাল ১০টায় শহরের সাতমাথায় প্রথম আলো বগুড়া অফিস, বন্ধুসভা, কিশোর আলো পাঠক ফোরাম ও একই স্থানে সকাল ১১টার দিকে সর্বস্তরের সাংবাদিক ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শরীয়তপুর
শরীয়তপুরে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে, অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০ চৌরঙ্গীর মোড় চত্বরে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জানালিস্ট এসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাংবাদিক ও প্রেসক্লাবের নেতারাও উপস্থিত ছিলেন।
মাদারীপুর
রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বন্ধুসভা ও সচেতন নাগরিকদের মানববন্ধন, রাতে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার প্রতিবাদ সভা এবং বুধবার সকালে শহরের লেকেরপাড়ের শহীদ কানন চত্বরে মাদারীপুর প্রেসক্লাব ও কল্যাণ সমিতি মানববন্ধন এই কর্মসূচি পালন করে। অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কিশোরগঞ্জ
রোজিনা ইসলামকে হেনস্তা ও কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের সাংবাদিকরা। বুধবার সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। এ সময় জেলা সাংবাদিকরাসহ সাংবাদিক নেতারা অংশ নেন।
নওগাঁ
রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। নওগাঁ জেলা প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক নেতারা ও পেশাজীবীরা অংশ নেন।
গোপালগঞ্জ
রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন, মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ও সাংবাদিক নেতারা অংশ নেন।
মৌলভীবাজার
রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব। বুধবার দুুপরের দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা ও সাংবাদিক নেতারা অংশ নেন।
মানিকগঞ্জ
দুর্নীতি ঢাকতেই সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও মামলা দেওয়া হয়েছে, এমনটা জানিয়ে রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের কমিটিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী, খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠন একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেয়।
মেহেরপুর
রোজিনা ইসলামের ওপর নির্যাতন, তার নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেহেরপুরের সর্বস্তরের সাংবাদিকরা। বুধবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নড়াইল
সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
জয়পুরহাট
রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হয়রানি, হেনস্তার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের পাঁচুর মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের কয়েকটি সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সাংবাদিক নেতারা।
জামালপুর
রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন, গ্রেফতার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন। এ সময় প্রতিবাদ সমাবেশে জামালপুরে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের ক্যামেরা ও টিভির বুম মাটিতে রেখে প্রতিবাদ জানান।
মুন্সিগঞ্জ
রোজিনা ইসলামকে হেনস্তা, মিথ্যা মামলার প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। এদিকে মুন্সিগঞ্জ জেলা সদর ছাড়াও এদিন একই দাবিতে জেলার টঙ্গিবাড়ী, লৌহজং, শ্রীনগর, গজারিয়া ও সিরাজদিখান উপজেলাও মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা।
খাগড়াছড়ি
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলায় ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ঠাকুরগাঁও
রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি এ মানববন্ধন করে। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নারায়ণগঞ্জ
সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করা হয়েছে, এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও বিচারের দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বুধবার দুপুরে মানববন্ধনে এমন দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময় নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
শেরপুর
রোজিনা ইসলামকে মুক্তি দিন। নয়তো পুরো দেশের সাংবাদিকরা একত্র হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। বুধবার দুপুর ১২টায় শেরপুরে প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধনে এমনটা জানানো হয়। এ সময় শেরপুরের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক সংগঠনের নেতারা, শেরপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতারা, প্রথম আলো বন্ধুসভাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বরগুনা
রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বুধবার সকাল ১০টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির নেতাকর্মীরা।
রাজবাড়ী
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনেস্তাকারীদের বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। বুধবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি ও রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন।
যশোর
রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এতে সংবাদকর্মী ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। যশোরে সাংবাদিকদের সাতটি সংগঠনের ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া
রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পৃথক এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ দাবি করেন। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা অভিযোগ দিয়ে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন রূপগঞ্জের পেশাদার সাংবাদিকরা। বুধবার দুপুরে কাঞ্চন পৌরসভার সামনে আয়োজিত এ মানববন্ধনে যোগ দেন রূপগঞ্জ প্রেসক্লাবের নেতারা, উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সাভার (ঢাকা)
রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে সাভার সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গোলটেবিলে এক মিনিট কলম বিরতি দিয়ে প্রতিবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। এ সময় ঢাকা জেলা ও সাভার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন রাজনৈতিক ও বন্ধুসভা সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
কলাপাড়া (পটুয়াখালী)
রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে বুধবার বেলা ১১টায় মহিপুর প্রেসক্লাবের আয়োজনে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এক মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
আগামী ২৪ ঘণ্টার ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা মানবন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকরা এ ঘোষণা দেন।
বেনাপোল (যশোর)
পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় বুধবার বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বেনাপোল কাস্টমস হাউসের সামনে এক প্রতিবাদ সমাবেশে শার্শা উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
এনএ