বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসচাপায় বাবুল শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বাবুল শেখ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শাহ জামালের ছেলে। এ ঘটনায় আহত তারিকুল শেখ (২২) নিহত বাবুলের ছোট ভাই।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সকালে মোটরসাইকেল আরোহী দুই ভাই কোনাবাড়ী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী বাবুল ও তারিকুল গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের না পেয়ে সদর হাসপাতালে যান। সেখানে সকাল ৮টার দিকে বাবুল মারা যায়। আহত তারিকুল শেখ হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

শুভ কুমার ঘোষ/এসপি