১৩ বছর পর জীবিত ফিরল মৃত রুবেল
হত্যা ও গুম করার অভিযোগে দায়ের করা মামলার ‘ভিকটিম’ জীবিত অবস্থায় ফিরে এসেছেন ১৩ বছর পর। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের রুবেল নামে এক কিশোরকে হত্যার পর গুম করা হয়েছিল বলে আদালতে মামলা করেছিল তার পরিবার।
মামলায় দুইজন মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামি করা হয়। ২০০৭ সালে দায়ের করা ওই মামায় জেলও খেটেছেন কয়েক আসামি। এরই মধ্যে বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টার দিকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেই কিশোর রুবেল জীবিত-অক্ষত এবং যুবক অবস্থায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হাজির হয়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। তিনি বলেন, মামলাটি বেশ কয়েক বছরের পুরনো। পুলিশ ও ডিবি মামলাটি তদন্ত করেছিল। শুক্রবার (২১ মে) ভিকটিমকে আমরা আদালতের জিম্মায় দেব। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজু আহমেদ/এমএইচএস
বিজ্ঞাপন