প্রতীকী ছবি

বজ্রপাতে বগুড়ার নন্দীগ্রাম ও নাটোরের গুরুদাসপুরে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ও বিকেলে এ দুটি ঘটনা ঘটে। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল হান্নান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টাকুরাই মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পারেজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে টাকুরাই মাঠে আব্দুল হান্নানসহ ৫ শ্রমিক জমসেদ আলীর জমিতে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির মধ্যেই সেখানে বজ্রপাত হয়। এতে আব্দুল হান্নান ঘটনাস্থলেই মারা যান। তবে অন্য শ্রমিকদের কিছু হয়নি।

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

নাটোর : গুরুদাসপুরে বজ্রপাতে মকবুল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট শিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মকবুল হোসেন ওই এলাকার মৃত হুরমত মন্ডলের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বিয়াঘাট মাঠে ধানের চারা ছিটানোর কাজ করছিলেন মকবুল হোসেন। হঠাৎ বজ্রপাতের শব্দে কৃষক মকবুল হোসেন মাটিতে পড়ে যান। পরে স্থানীয় কৃষকরা তাকে সেখান থেকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাখাওয়াত হোসেন জনি ও তাপস কুমার/এমএসআর