পটুয়াখালীর বাউফলে কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় বাউফল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

হাসান ওই গ্রামের মো. হারুন প্যাদার ছেলে। সে হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, শুক্রবার বিকেলে জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যান হাসানের বাবা ও মা। ঘরে একাই ছিল হাসান। বিকেল সোয়া ৫টার দিকে পোশাক ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় হাসান। বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুব্রত কুমার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই হাসানের মৃত্যু হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসকেডি