ভাগে মাংস কম হওয়ায় চাচাকে হত্যা করলেন ভাতিজা
বদরগঞ্জ থানা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গরুর মাংসের ভাগ কমবেশি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা রফিকুল ইসলাম (৪৫)। ধারালো দা দিয়ে চাচাকে রক্তাক্ত করেন ভাতিজা হেলাল হোসেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রফিকুল মারা যান।
শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত হেলাল হোসেন ঘটনার পর পালিয়ে গেছেন। তিনি ওই গ্রামের তোবারক হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, বানুয়াপাড়া গ্রামে একটি গরু কিনে নিয়ে জবাই করা হয়। সেই গরুর মাংসের ভাগে কমবেশি হওয়ায় জের ধরে চাচা রফিকুল ইসলামের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভাতিজা হেলাল হোসেন। একপর্যায়ে উত্তেজিত হেলাল ক্ষুব্ধ হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে চাচা রফিকুলকে কুপিয়ে রক্তাক্ত করেন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়েছে।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গরুর মাংসের ভাগাভাগি নিয়ে রফিকুলের সঙ্গে তার ভাতিজা হেলাল হোসেনের কথা কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে হেলাল তার চাচা রফিকুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
বিজ্ঞাপন
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর