সোনামসজিদ বন্দর দিয়ে দেশে ফিরলেন আরও ২৩ জন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চতুর্থ দিনে ভারতে আটকে পড়া আরও ২৩ জন দেশে ফিরেছেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তাদের সবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
শনিবার (২২ মে) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পৃথকভাবে এই ২৩ জন দেশে ফেরেন বলে জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ঢাকা পোস্টকে জানান, শনিবার আসা ২৩ জনের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে কারও পজিটিভ আসেনি। এমনকি কারও শরীরে আশঙ্কাজনক কোনো কিছু পাওয়া যায়নি। ফেরত আসা ২৩ জনকেই শিবগঞ্জ ডাকবাংলোয় ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ৬০ জন। ভারতফেরত ৬০ জনের মধ্যে করোনার ভারতীয় ধরণ রয়েছে কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত বুধবার (১৯ মে) সোনামসজিদ বন্দর দিয়ে ভারতে আটকে পড়া ২৪ জন বাংলাদেশি দেশে আসেন। পরদিন বৃহস্পতিবার (২০ মে) ১১ জন ও শুক্রবার (২১ মে) দুইজন দেশে আসেন।
সিভিল সার্জন আরও জানান, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ১৩ দিনের মাথায় আবার নমুনা পরীক্ষা করার পর নেগেটিভ আসলে ১৪ দিন শেষে ছাড়পত্র দেওয়া হবে। তবে কারও পজিটিভ আসলে আইসোলেশনে পাঠানো হবে। কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা কেউ যাতে সেখান থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল স্থলবন্দরের পাশাপাশি দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা আসতে পারবেন। গত রোববার (১৬ মে) সকাল থেকেই পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে নাগরিকদের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেওয়া শুরু হয়েছে।
জাহাঙ্গীর আলম/আরএআর