ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

আমরা যারা রাজনীতি করি, তারা যত বড় নেতাই হই, আমাদের ফুটানি চলে না। কেমন চলে না? দেখেন একবার এমপি হলে মানুষের দুয়ারে যাওয়া লাগে, ইউনিয়ন কাউন্সিলের ভোটের জন্য মানুষের দুয়ারে যাওয়া লাগে, উপজেলা ভোট আবার মাঝে মাঝে স্কুল-কলেজের এটা-ওটা, ভোটের জন্য মানুষের দুয়ারে যাওয়া লাগে। তো যদি মানুষের দুয়ারেই যাব, ভিক্ষার ব্যবসায় করব, তাহলে আবার কিসের ফুটানি? আমি এবং আমাদের যারা কর্মী আছে, আপনারা দয়া করে ফুটানি করবেন না। মানুষকে ভালোবাসা দেবেন।

শনিবার (২২ মে) সকালে জামালগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, আক্কেলপুর-কালাই-ক্ষেতলালের মানুষ কি আগে আওয়ামী লীগ করত? এখানকার মেক্সিমাম মানুষ তো আগে বিএনপি করত। আজ কি সেদিনটা আছে? দিনটা একদম পুরো উল্টো হয়ে গেছে। এখন মানুষ নৌকা দেখলেই ভোট দেয়। এই যে মানুষের পরিবর্তনটা, এটা তো এক দিনে হয়নি।

আমি যদি বলি, আমি স্বপন আক্কেলপুর-কালাই-ক্ষেতলালে আসার পর এখানকার পরিবর্তন হয়েছে। তাহলে আমার থেকে বড় বেঈমান আর কেউ থাকবে না। আমি একাই এই দলটাকে তৈরি করি নাই। আমাদের আগে যারা পূর্বপুরুষ ছিলেন; এখন অনেকেই কবরে শায়িত আছেন, অনেকেই চিতায় চলে গেছেন; অসংখ্য হিন্দু, মুসলমান; সবাই মিলে এই এলাকায় আওয়ামী লীগটাকে তৈরি করেছেন।

আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরীর অবসর এবং বর্তমান সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লবের উদ্দেশে হুইপ স্বপন বলেন, এই এলাকার জনগণ আপনাদের দুজনকে উজাড় করে দিয়েছে। রুকিন্দীপুর ইউনিয়নের জনগণ অবসর এবং এপ্লবকে উজাড় করে দিয়েছে।

অতএব অবসর ও এপ্লবের দায়িত্ব এই মানুষকে শান্তিতে রাখবে। আমার কর্মী শান্তি থাকবে, আমার জনগণ শান্তিতে থাকবে। এটার দায়িত্ব ওদের। ভুল-বোঝাবুঝি ভাইয়ে ভাইয়েও হয়। আমার স্ত্রীর সঙ্গেও ভুল-বোঝাবুঝি হয়। তাই আপনারা ভুল-বোঝাবুঝি না করে এই এলাকার জনগণ ও কর্মীকে শান্তিতে রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), অ্যাডভোকেট মোমেন আহমেদ চৌধুরী (জিপি), গোলাম হাক্কানী, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর প্রমুখ।

আক্কেলপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ৫৪ লাখ ৬৩ হাজার ৩২২ টাকা ব্যয়ে জামালগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশন দিয়ে দ্বিতীয় তলা পর্যন্ত নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। 

চম্পক কুমার/এনএ