রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

নাটোরের বাগাতিপাড়ায় দুর্বৃত্তের হামলায় উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার (৫০) আহত হয়েছেন। এ সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানা গেছে।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের লনহাটি মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত রুহুল উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা রক্তাক্ত রুহুল আমিনকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাপাতিল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিন সরকার বাড়ি থেকে তার ভগ্নিপতি রাসেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জয়ন্তিপুর গ্রামে যাচ্ছিলেন। সেখানে সমিতির আগামী নির্বাচন নিয়ে কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল। তারা বাড়ি থেকে বের হয়ে লনহাটি মোড়ে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়লে দুর্বৃত্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে রুহুলকে মারপিট করতে থাকে।

এ সময় রুহুল চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইতে থাকেন। অপরদিকে চালক রাসেল প্রাণের ভয়ে রুহুলের ছেলেকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। এদিকে এলাকাবাসী ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতে থাকলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একটি সাদা মাইক্রোবাসে করে সটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সহকারী পুলিশ সুপার মো. মুহসিন ও বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলামসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোটরসাইকেলের চালক রাসেল জানান, টার্নিং নেওয়ার সময় মোটরসাইকেলের গতি কমালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ৩/৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার শ্যালক রুহুল আমিনকে মারধর করে। তাদের হাতে বড় ছুরিও ছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও কেউ থানায় অভিযোগ করেননি। তবে প্রাথমিকভাবে অনুসন্ধান করেও গুলি বর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

তাপস কুমার/এমএসআর