ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে রোববার (২৩ মে) রাতে সিলেটের সীমান্ত এলাকা থেকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক যুবক খুনের মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ওই যুবক আরিফ শেখ (২৪) উপজেলার আজমতপুর এলাকার সালদিয়া গ্রামের শরাফউদ্দিনের ছেলে।

গ্রেফতার হলো- উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের সালদিয়া গ্রামের শহিদ শেখের ছেলে ইব্রাহিম শেখ (৫০), তার ছেলে সজীব শেখ (২৫) ও স্থানীয় শরাফ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী দুধ মেহের (৫২)। সোমবার (২৪ মে) সকালে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, গত ৮ মে সালদিয়া গ্রামে সৎভাইদের ছুরিকাঘাতে খুন হন আরিফ শেখ (২৪)। এ সময় তার দুই ভাই বুলবুল শেখ (৩০) ও বাবুল শেখ (৩৫) আহত হন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত আরিফের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, সিলেট জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে রোববার রাতে ভারতে পালানোর প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।

শিহাব খান/এমএসআর