হঠাৎ রেলস্টেশনে কম্বল হাতে নবাগত জেলা প্রশাসক
ছিন্নমূল, দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম
ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক।
সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে দরিদ্র, পথশিশু, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিজ্ঞাপন
এর আগে রোববার (৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ শামীম আলম দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে।
মোহাম্মদ শামীম আলম সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
বিজ্ঞাপন
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মোহাম্মদ শামীম আলম বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা রইল। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি।
এসপি