ফাইল ছবি

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার এক বছর আগে ১৯৪৮ সালের আজকের দিনে এই ছাত্রসংগঠন প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের অবদান অস্বীকার করা যাবে না। ছাত্রলীগ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।  

ছাত্রলীগের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে হানিফ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। কারণ আপনারা আগামীতে দলের নেতৃত্ব দেবেন। আজকের ছাত্রলীগ আগামীর এমপি-মন্ত্রী। সবকিছুই হবে ছাত্রলীগ থেকে। কাজেই সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য অতীতের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য দলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। তা না হলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএম