দীর্ঘ ৫১ দিন পর সোমবার (২৪ মে) নৌযান চলাচল স্বাভাবিক হলেও আবারও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পটুয়াখালীতে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ মে) দুপুরের দিকে এ ঘোষণা দেয়।

সরেজমিনে দেখা গেছে, পটুয়াখালী নদীবন্দর টার্মিনালে আছে ডাবল ডেকার সুন্দরবন-৯, পূবালী-৫, প্রিন্স অব রাসেল-৫, এআর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭, একতলা এমভি মহাব্বত ঘাটে অবস্থান করছে।

পটুয়াখালী নদীবন্দরে ডাবল ডেকার লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন ঢাকাগামী যাত্রী সদর উপজেলার বোতল বুনিয়া আশিকুর রহমান বাবু।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল ঢাকায় ব্যবসায়িক কাজ রয়েছে। তাই খালাতো ভাই অপূর্ব রেজাকে নিয়ে বাসা থেকে লঞ্চঘাট এসেছিলাম। এসে দেখি ঘূর্ণিঝড়ের কারণে লঞ্চ বন্ধ। শহরের বাসস্ট্যান্ডে আমাদের দোকান রয়েছে। এখন সড়কপথে দেখি যাওয়া যায় কি না।

এ আর খান লঞ্চের স্টাফ মজনু বলেন, করোনার কারণে এত দিন লঞ্চ বন্ধ ছিল। গতকাল চলাচল শুরু হলো। এখন ঘূর্ণিঝড়ের কারণে আজ আবারও বন্ধ হলো। আসলে আমাগো ভাগ্যই খারাপ।

পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মো. মহিউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এনএ