পটুয়াখালীতে আজাহারীর আগমন উপলক্ষে বাজারে উপচে পড়া ভিড়
ড. মিজানুর রহমান আজাহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে পটুয়াখালীতে জড়ো হয়েছেন।
এমন আয়োজনকে সামনে রেখে শুক্রবার (২৪ জানুয়ারি) পটুয়াখালী শহরের বাসাবাড়িগুলোতে অতিথিদের আনাগোনা বেড়েছে বহুগুণ। মেহমানদের সেবাযত্ন ও খাবারের ব্যবস্থা করতে স্থানীয় বাজারগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজারে ক্রেতাদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে।
বিজ্ঞাপন
বাজার করতে আসা ক্রেতা মো. মেহেদী হাসান বলেন, মাহফিল উপলক্ষে আত্মীয়স্বজনসহ প্রায় ২০ জন অতিথি আমাদের বাড়িতে এসেছেন। তাদের খাবারের ব্যবস্থা করতে বেশ কিছু কেনাকাটা করতে হচ্ছে। তবে বাজারে ভিড়ের কারণে পণ্য কিনতে বেশ বেগ পেতে হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে এত মানুষের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
নিউমার্কেটের মেসার্স মোশারফ স্টোরের মালিক মো. মোশারফ হোসেন ব্যবসায়ী বলেন, বাজারে ক্রেতাদের এমন ভিড় সাধারণত ঈদ বা বড় কোনো উৎসবের সময় দেখা যায়। আজাহারী হুজুরের মাহফিলের কারণে এমন পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারিনি। হঠাৎ করেই অনেক ভিড় বেড়ে গেছে।
উল্লেখ্য, আগামীকাল শনিবার মাহফিল অনুষ্ঠিত হবে এবং এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, ইতোমধ্যে শহরে প্রায় লক্ষাধিক মানুষ প্রবেশ করেছে। ধারণা করছি, আগামীকাল সকালের মধ্যেই অধিকাংশ শ্রোতা চলে আসবেন। আর সেভাবেই আমরা পরিকল্পনা করছি।
মো. রায়হান/এএমকে