ছয় থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি তানভিরুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে ছয় থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। মঙ্গলবার (২৫ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যলয়ে ওসি তানভিরুল ইসলামের হাতে এ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
আইনশৃঙ্খলা বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন আহসান হাবীব (পীরগঞ্জ সার্কেল), শ্রেষ্ঠ বিট ও মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হন কর্মকর্তা এসআই জাবেদ আলী, শ্রেষ্ঠ তথ্য সংগ্রকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন এসআই আজিজার রহমান, ডিএসবি ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এএসআই আবদুল ওহাব হরিপুর থানাকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মো. নাহিদ রেজা/এনএ