বাজারে নেয়নি মা, অভিমানে ৮ বছরের শিশুর আত্মহত্যা
মা ফেরদৌস আক্তার অসুস্থ তাই বাজারে যাবেন ডাক্তার দেখাতে। এদিকে শিশু ফাভিয়ান (৮) বায়না ধরেছেন বাজারে যাওয়ার। কিন্তু মা বাজারে না নেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়েছে সে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ফাভিয়ান হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বি ঢাকা পোস্টকে বলেন, ফাভিয়ান বাজারে যেতে চেয়েছিলো কিন্তু তার মা তাকে নেয়নি৷ সে ঘরে একাকী ছিল। অভিমানে সে আত্মহত্যা করে। তার মা এসে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা ঢাকা পোস্টকে বলেন, মায়ের সঙ্গে অভিমানে আত্মহত্যার বিষয়টি জেনেছি। কেউ কেউ বলেছে খেলতে গিয়ে রশিতে শ্বাসরোধে মারা যায়। তবে পরিবারের কোনো অভিযোগ ছিল না। যদি কোনো অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসিব আল আমিন/এমএসএ