অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নাটোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের কৃষক রাসেদুল ইসলাম। পরে আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের আদেশ দিয়েছেন। 

বড়াইগ্রাম আমলি আদালতের স্টেনোগ্রাফার মিনারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।  

আদালত সূত্রে জানা যায়, সেচ প্রকল্প দেওয়ার কথা বলে তিন লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে রাসেদুল ইসলাম নামের এক কৃষক বিএডিসির দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন। 

মামলার বাদী কৃষক রাসেদুল ইসলাম অভিযোগ করেন, অভিযুক্ত প্রকৌশলীরা তার পূর্ব পরিচিত। তারা বাদীকে সেচ প্রকল্প দেওয়ার কথা বলে গত বছরের ২৫ মে ৩ লাখ টাকা নেন অভিযুক্তরা। পরে আরও ৭০ হাজার টাকা নেন। অথচ প্রকল্পটি তাকে না দিয়ে সাজজারুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেন। অথচ ওই ব্যক্তির প্রকল্প এলাকায় এক শতক জমিও নেই। এতে ক্ষতিগ্রস্ত হয়ে বাদী বিএডিসির বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে এই মামলা করতে বাধ্য হন বলে তিনি অভিযোগে বাদী উল্লেখ করেন।

বাদীর অভিযোগ গ্রহণ করে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শককে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আইনাল হক জানান, অভিযুক্ত দুই প্রকৌশলী প্রভাবশালী হওয়ায় বাদী প্রশাসনিকভাবে প্রতিকার না পেয়ে আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।

বড়াইগ্রাম আমলি আদালতের স্টেনোগ্রাফার মো. মিনারুল ইসলাম জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য ওসি ও ডিবিকে নির্দেশ দিয়েছেন আদালত।

গোলাম রাব্বানী/এমএন