ফেনীর মহিপালে গেল বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। আন্দোলনে সংশ্লিষ্ট বিচারাধীন মামলা ও বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রের দায়িত্বপালনে ট্রাইব্যুনাল স্বচ্ছ এবং নিরপেক্ষতায় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে আন্দোলনে হতাহতের বিচার প্রসঙ্গে এ কথা বলেন ফেনীর এ সন্তান। 

৪ আগস্ট ফেনীর মহিপালে গণহত্যার মামলাগুলো ট্রাইব্যুনালে প্রেরণ করা হবে কি না জানতে চাইলে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বলেন, কোন মামলা ট্রাইব্যুনালে যাবে তা আমাদের বিষয় নয়, সরকারের পক্ষ থেকে যে-সব মামলা বিচারকার্যের জন্য প্রেরণ করবে তা সেখানে কার্যক্রম চলবে। 

ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ হতে কেমন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মামলা প্রাসঙ্গিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের ওপর নির্ভর করবে। ট্রাইব্যুনালের অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ হয়েছে। বিচারকার্য সম্পন্নে ট্রাইব্যুনালের পরিধি বাড়তে পারে।

এ প্রসঙ্গে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, ফেনীর মহিপালে ছাত্র-জনতা হত্যার ঘটনায় করা কমপক্ষে দুইটি মামলার বিচারকার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত হবে।

এদিন বিকেলে ফেনী আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে মহিপালে ছাত্র-জনতা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকায় মজুমদার বাড়িতে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। সেখানে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

তারেক চৌধুরী/এমএসএ