শিমুলিয়ায় ফেরি বন্ধ, পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন এবং কয়েক হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় বৃহস্পতিবার (২৭ মে) দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সবধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে নদীতে ২ নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন ও দুই হাজারের মতো মানুষ রয়েছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে ২ নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনূকূলে আসার আগে ফেরি চলাচল করবে না। বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়া ঘাটে দুইটি ও বাংলাবাজার ঘাটে বাকি ১৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
শিমুলিয়া লঞ্চঘাটের কর্মকর্তা মো.সোলেমান জানান, ঝড়ের প্রভাবে নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউ রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরির সঙ্গে লঞ্চও বন্ধ রাখা রয়েছে।
ব.ম শামীম/এসপি