সাফারি পার্কে দুই কুমিরের মারমারি, সরিয়ে নেওয়া হলো আহতটিকে
গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই পুরুষ কুমিরের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। দুই দিন যাবৎ দুই কুমিরের মারামারিতে মারাত্মকভাবে আহত এক কুমিরকে পৃথক বেষ্টনীতে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মারামারিতে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করেন পার্ক কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, গত দুদিন যাবৎ কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির মারামারিতে লিপ্ত হয়। কোনোভাবেই তাদের মারামারি থামছিল না। পরে রোববার সকালে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে কব্জায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কুমির বেষ্টনীতে সমবয়সী প্রাপ্ত বয়স্ক দুটি পুরুষ কুমির ও একটি মাদী কুমির রাখা ছিল। সেখানে সমবয়সী পুরুষ কুমির দুটি মারামারিতে লিপ্ত হয়। এতে একটি কুমির বেশি আহত হয়। পরে কুমিরটিকে বিশেষভাবে কব্জায় এনে পাশে আরেকটি বেষ্টনীতে নেওয়া হয়।
বিজ্ঞাপন
শিহাব খান/আরকে